ফের টাকার পাহাড়, চোখ গোল গোল করে দেখুন কয়েকশো কোটির খাজানা

যা দেখে কার্যত চক্ষু চড়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
money jharkhand.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাঁচির একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই অভিযানের মধ্যেই ফের টাকার পাহাড়ের সন্ধান পেল ইডি। যা দেখে কার্যত চক্ষু চড়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বীরেন্দ্র রাম মামলায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল-এর পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ নগদ।

ইডি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বীরেন্দ্র কে. রামকে কিছু প্রকল্প বাস্তবায়নে কথিত অনিয়মের সাথে যুক্ত একটি আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার করেছিল। আর সেই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়েই আজ উদ্ধার হল এই কোটি কোটি টাকা। এই মুহুর্তে পরিমাণ জানা না গেলেও কাউন্টিং করছে ইডির আধিকারিকরা।

 

 

money  jharkhand 1.png

ed raids.jpg

Add 1