নিজস্ব সংবাদদাতা: রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করলেন বাংলার রাজ্যপাল। রইল সেই সংক্রান্ত আপডেট।
আইপিএস অফিসার অখিলেশ কুমার চতুর্বেদীকে শিলিগুড়ির আইজিপি থেকে জলপাইগুড়ির আইজিপি পদে বদলি করা হল। আইপিএস অফিসার মুকেশকে বাঁকুড়ার ডিআইজি পদ থেকে মুর্শিদাবাদের জিআইজি পদে বলদী করা হল। আইপিএস অফিসার সি সুধাকরকে ডিআইজি জলপাইগুড়ি থেকে ডিআইজি পদমর্যাদার পুলিশ কমিশনার পদে বদলি করা হল। আইপিএস অফিসার মিরাজ খালিদকে ডিআইজি পুরুলিয়া থেকে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে বদলি করা হল। আইপিএস অফিসার রশিদ মুনির খানকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে ডিআইজি হেড কোয়ার্টারে স্থানান্তরিত করা হল। আইপিএস সুমিত কুমারকে কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে বারাসাতের ডিআইজি পদে বদলি করা হল। আইপিএস অফিসার কে কান্নানকে রানাঘাটের পুলিশ সুপার পদ থেকে ব্যারাকপুরের সশস্ত্র পুলিশ বিভাগের অষ্টম ব্যাটালিয়নের কমান্ডার পদে বদলি করা হল।
আইপিএস অফিসার সূর্য প্রতাপ যাদবকে কলকাতা পুলিশের ট্রাফিকের ডিসি পদ থেকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে বদলি করা হল। আইপিএস অফিসার দ্যুতিমান ভট্টাচার্যকে হাওড়া পুলিশের হেড কোয়ার্টারের ডিসি পদ থেকে কোচবিহারের পুলিশ সুপার পদে বদলি করা হল। আইপিএস অফিসার আনন্দ রায়কে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিকের ডিসি পদ থেকে জঙ্গিপুরের পুলিশ সুপার পদে বদলি করা হল। আইপিএস অফিসার অমরনাথ কে-কে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে কৃষ্ণনগরের পুলিশ সুপার পদে বদলি করা হল।