নিজস্ব সংবাদদাতা: গতকাল রাত থেকেই বদলেছিল পরিস্থিতি। রাত ৯টার মুষলধারে বৃষ্টিই বুঝিয়েছিল সপ্তাহান্তে বদলাচ্ছে পরিস্থিতি। তারপর সারারাতই ছিল মেঘের জমাট বাঁধা রূপ। আর ভোররাতে ফের কালো করে এল আকাশ। আর সকাল হতেই নামল ঝমঝমিয়ে। হাওড়া জেলার চিত্র এখন এটাই।
গত রাত থেকে বদলেছে পরিস্থিতি। যত রাত বাড়ে ততোই মেঘ জমাট বাঁধতে দেখা যায়। আর ভোররাতে মুষলধারে নামে বৃষ্টি। বৃষ্টির জেরে ফের কিছুটা কমেছে তাপমাত্রা। এই মুহুর্তে হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১২.৭ মিলিমিটার। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ৬ কিলোমিটার। যা জানা যাচ্ছে, আজ সারাদিনই আবহাওয়া একই রকম থাকবে।