নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকেই আবহাওয়ার বদল ঘটেছে। ভরদুপুর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর কমেছে বেশ খানিকটা অস্বস্তিকর গরমের প্রভাব। আর তারপর থেকে আকাশে মেঘ রয়েই গিয়েছে। যা জানা যাচ্ছে, এদিন সারাদিন একই আবহাওয়া থাকবে।
দিনের বেলায় মেঘের দেখা মিলবে। আর একই সাথে ভারী মেঘের সঞ্চার হলে বৃষ্টি নামবে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে নামমাত্র হাওয়ার গতিবেগ, ঘন্টায় ৭ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ।