নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ভয়ঙ্কর আগুনে ঢাকল হাওড়ার ফোরশোর রোড। ফোরশোর রোডের গুদামে লেগেছে এই আগুন। তীব্র কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। আগুন নেভাতে তৎপর দমকলের ১১টি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুনের গ্রাসে চলে এসেছে ৪টি গুদাম।
যা জানা যাচ্ছে, এদিন সকাল ৬টায় প্রথম আগুন লাগে। আর তারপর দাহ্য পদার্থ গুদামে মজুত থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে মনে ভয় ধরেছে স্থানীয় বাসিন্দাদের। কেননা যে গুদামে আগুন লেগেছে, সেই গুদাম মূলত প্লাস্টিক জাত জিনিসের গুদাম। এর আশেপাশে রয়েছে চালের গুদাম, ভুসোর গুদাম, আরও কিছু প্লাস্টিকের গুদাম। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হল, আগুন লাগা গুদামের গা লাগোয়া রয়েছে পেট্রোল পাম্প। ফলে সেই আগুনের একটি ফুলকিও যদি এদিকে আসে, সেক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি ঘটবে।
ইতিমধ্যেই, ফোরশোর রোডের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। দমকলের সাথে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া ও শিবপুর থানার পুলিশ।