ভয়াবহ পরিস্থিতি হাওড়ায়, বসছে জরুরী বৈঠক

পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: হাওড়ায় রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি। শুধু ডেঙ্গি নয় ম্যালেরিয়ারও এখানে বাড়বাড়ন্ত। ঘরে ঘরে এখন মশাবাহিত রোগের ছড়াছড়ি। পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছে নবান্ন।

এমন সময় পরিস্থিতি নাগালে আনতে চায় রাজ্য। তাই হাওড়া পুরসভায় ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক হতে চলেছে আজ। রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারি ছাড়াও বৈঠকে থাকবেন জেলার অন্য বিধায়ক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাওড়া পুরসভার আধিকারিকরা।

সরকারি হিসেব অনুযায়ী, চলতি মরশুমে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত হাওড়া জেলায় মোট ১ হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়া পুর-এলাকা, বালি পুর-এলাকা, বালি-জগাছা ব্লক এবং সাঁকরাইলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। বিজেপির অভিযোগ, ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে হাওড়া পুরসভা।