নিজস্ব সংবাদদাতা: মাথা যন্ত্রণা বাড়তে পারে। বিয়ের ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হতে পারে। দাম্পত্য জীবন সুখে কাটতে পারে।
/anm-bengali/media/media_files/elUHPuGuTcBBXUrAnCd5.jpg)
ব্যবসায় একটু চিন্তা বাড়তে পারে। বুদ্ধির জোরে কাজে ত্রুটি হওয়া থেকে মুক্তি পারেন। মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দমতো কাজ পেতে ভুগতে হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে।