এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

কন্যা ও সিংহ রাশির আজকের দিন কেমন যাবে?

আজকের দিন কেমন যাবে কন্যা ও সিংহ রাশির?

author-image
Aniket
New Update
horoscope

File Picture

নিজস্ব সংবাদদাতা: কন্যা রাশি - বিবাহ ব্যপারে কোনও যোগাযোগ আসতে পারে। সকালের দিকে অর্থ ব্যয় বাড়তে পারে। প্রিয় ব্যক্তিকে বাজে কথা বলবার জন্য অনুতাপ হতে পারে। ব্যবসার দিকে লাভের পরিমাণ বৃদ্ধি হবে। অধিক বিলাসিতার ফলে খরচ বাড়তে পারে। পড়াশোনার জন্য ভালো সুবিধা আসতে পারে। বন্ধুর জন্য সম্মান নষ্ট হতে পারে। ঈশ্বরের ওপর ভরসা রাখুন।

horoscope

সিংহ - বিবাহ জীবনে কোনও সুখের খবর আসতে পারে। বাড়িতে বন্ধুদের আগমন বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য ভালো সময়। ব্যবসার দিকে কোনও খরচ বাড়তে পারে। অর্থ চাপ বৃদ্ধি হতে পারে। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে সারাদিন। জীবনের ব্যপারে কোনও বাজে চিন্তা আসতে পারে। ব্যবসার দিকে কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে কোনও বিবাদ। ঈশ্বরের কৃপাদৃষ্টি পাবেন।