দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি আর কতদিন চলবে?

গতকাল স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
 West Bengal | thunderstorms | Rain | Weather | Cooch Behar | Jalpaiguri | Alipurdua

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে। একাধিক জেলায় এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। কিন্তু এই স্বস্তির বৃষ্টি চলবে কতদিন? 

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ মঙ্গলবার ঝড়-বৃষ্টি আরও বাড়বে।

weather . webp

মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১১ টি জেলায় কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে এই কমলা সর্তকতা। 

wea.jpg

এছাড়াও, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ৪৮ ঘন্টা প্রবল ঝড় তাণ্ডব চালাবে দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতিই বহাল থাকবে। শনিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে। এছাড়াও সুন্দরবনে টর্নেডোর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। 





Add 1