নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ হাতির তান্ডবে ভাঙ্গল ঘরবাড়ি প্রানে বাঁচলো দুটি পরিবার। আতঙ্কিত এলাকার মানুষজন। ভোর রাতে হাতির তান্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ছোড়দা, খয়রাপাটি গ্রামের বাসিন্দারা। গোটা রাতভর হাতি হামলা চালায় গ্রামে।
জানা গেছে, হাতি তান্ডব চালিয়ে ভেঙ্গে ফেলে পাঁচটি বাড়ি, সন্তানদের নিয়ে কোনোরকমে প্রানে বাঁচেন গ্রামের দুই বাসিন্দা। ঘর, বাড়ির পাশাপাশি ক্ষতি করে চাষের ফসল সহ সবজির বারংবার হাতি এলাকায় তান্ডব চালালেও এলাকায় আসেনা বনদপ্তর। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ হাতি তাড়ানোয় কোনোরকম ব্যবস্থা গ্রহণ করে না বনদপ্তর। মেলেনা কোনও ক্ষতিপূরণও। এলাকায় সারাবছরই হাতির দেখা মিললেও দেখা মেলেনা বনদপ্তরের আধিকারিকদের। এলাকাবাসীর দাবি দ্রুত হাতি তাড়ানো ও ক্ষতি পূরণের ব্যবস্থা গ্রহণ করুন বনদপ্তর।