নিজস্ব সংবাদদাতা: ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় সেখানকারই তৃণমূল প্রার্থী দেবের সম্পর্কে নিয়ে এসেছেন চাঞ্চল্যকর প্রমাণ। গরুপাচারের টাকা যে দেব পেয়েছেন সেটিই দেখিয়েছেন হিরণ। আর এবার পালটা হিরণেরই চাঞ্চল্যকর সত্যি প্রকাশ্যে চলে এল। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ডঃ হিরন্ময় চ্যাটার্জী নাকি কোনও দিন কোনও বিষয়েই ‘ডক্টরেট’ করেননি। তাঁর ‘ডক্টরেট’ উপাধি আসলে ভুয়ো। ভোটের কয়েক ঘন্টা আগে এমনই তথ্য প্রকাশ্যে আনল আম আদমি পার্টি। যার রিপোর্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা দিয়েছে এরাজ্যের আপ দল।
এদিন, আম আদমি পার্টির এরাজ্যের মুখপাত্র অর্ণব মৈত্র জানান, ঘাটালের যিনি বিজেপির প্রার্থী, তিনি আইআইটি খড়গপুর থেকে রিসার্চ ফেলো রয়েছেন এমন তথ্য প্রকাশ্যে এনেছিলেন বহু বছর আগে। কিন্তু তাতে সন্দেহ হওয়ায় প্রয়োজনীয় অনুসন্ধান করার জন্য আপ শিবির আইআইটি খড়গপুরে একটি এসআইটি পাঠান। সেখানে থেকেই রিপোর্ট এবার সামনে এসেছে।
এদিন অর্ণব মৈত্র জানান, “তিনি কোনোরকম আইআইটি খড়গপুর-এর সঙ্গে যুক্ত নন। আমরা দাবি করেছি যদি তার হলফনামায় উল্লেখ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার প্রার্থী পদ বাতিল করতে হবে। তিনি যে সংস্থান থেকে ডক্টরেট করেছেন বলে দাবি করেছেন, সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল। তাই আমরা রিপোর্ট চাই। আর তাতেই স্পষ্ট হয় সম্পূর্ণ বিষয়টি”।
আম আদমি পার্টি এই দাবি করা মাত্রই ফের ট্যুইট বার্তায় শুভেন্দু অধিকারী এবং হিরণকে একযোগে আক্রমণ করেন দীপক অধিকারী ওরফে দেব। নিজের এক্স হ্যান্ডেলে দেব লেখেন, “ও শুভেন্দু দা, তোমার প্রার্থী তো প্রথম থেকেই মিথ্যা কথা বলছে, ঢপের ডক্টর। আর কতো বোকা বানাবে ঘাটালের মানুষকে”।
এই সব সত্যি প্রমাণিত হলে ঘাটালে জোর ধাক্কা খেতে চলেছে বিজেপি, এমনটাই মনে করছেন অনেকে।