ভয়ঙ্কর প্রকৃতি, এরকম আগে দেখেছেন নাকি?

হিমাচল প্রদেশের সিরমোর এলাকায় এই মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়ে। এর ফলে উল্লেখ্যযোগ্য ভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে গিরি নদীর। ক্রমাগত হারে ফুঁসছে সে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
UTTRARAKHAND.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফের নতুন করে ভয় ধরাচ্ছে হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টিতে ফের ফুঁসতে শুরু করেছে হিমাচলের নদী গুলি। আর তেমনই এক চিত্র এবার প্রকাশ্যে এল।

যা জানা যাচ্ছে, গতকালই মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়ে পার্বত্য অঞ্চলে। যার জেরে হিমাচল প্রদেশের সিরমোর এলাকায় এই মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়ে। এর ফলে উল্লেখ্যযোগ্য ভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে গিরি নদীর। রীতিমতো ফুঁসছে গিরি নদী। আর সেই ভয়ঙ্কর ভিডিওই এখন ভাইরাল। দেখুন সেই ভিডিও –