নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরশুমে ভোজনরসিক বাঙালির জন্যে সুখবর। বৃহস্পতিবারই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলায় এসে পৌঁছে গিয়েছে পদ্মার ইলিশ। আজ থেকে বাজারে মিলছে সেই ইলিশ। মোট তিনটি ট্রাকে প্রায় ৯ টন ইলিশ এসেছে। আরও কয়েক দফায় ধীরে ধীরে আরও কয়েক টন ইলিশ বাজারে আসার কথা রয়েছে। ইতিমধ্যেই হাওড়া, কলকাতা সহ সমস্ত পাইকারি মার্কেটে পৌঁছে গিয়েছে ইলিশ।
কিন্তু আদৌ কি সেই ইলিশ কিনতে পারবে মধ্যবিত্তরা? পকেটে টান পড়বে না তো! জানুন সমস্ত খুঁটিনাটি তথ্য –
গত কয়েক বছর ধরে পুজোর সময় বাংলাদেশ থেকে ইলিশ আসছে ভারতে। কিন্তু এবার ইলিশ রফতানির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করে দেয় মোহম্মদ ইউনূসের নেতৃত্বে চলা সরকার। যা নিয়ে তীব্র সমালোচনা হয়। দীর্ঘ টালবাহানার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয়। দু’দেশের আলোচনায় ঠিক হয়, বাংলাদেশ সরকার ভারতে ২,৪২০ টন ইলিশ পাঠাবে।
File Picture
এরপরেই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই এতো পরিমাণ ইলিশ এসে পৌঁছালো বঙ্গে। বলে রাখা ভালো, এই মরশুমে এই প্রথম বাংলাদেশের ইলিশ এসে পৌঁছালো বাংলায়। কিন্তু যে মাছ এসেছে তা তুলনামূলক অনেকটাই ছোট। সবগুলোই ৭০০ থেকে ১ কেজি ওজনের। তবে দামে মোটেই ছোট নয়।
পদ্মাপারের যে ইলিশ বাজারে ঢুকছে, তার পাইকারি দর ১৪০০-১৫০০ টাকা প্রতি কেজি। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, খুচরো বাজারে সেই দামই ২০০০ ছাড়িয়ে যাবে। স্বাভাবিক ভাবেই মুখে স্বাদ থাকলেও, পকেটে সেই স্বাদ অনুভব হবে না। পকেটে টান পড়বেই মধ্যবিত্তের। আর এই জন্যেই যে খুব একটা আনন্দ পাচ্ছেন সাধারণ মানুষ তেমনটা কিন্তু নয়। বরঞ্চ চাপই বাড়ছে মধ্যবিত্তের।