নিজস্ব সংবাদদাতা: বাংলায় বর্ষা এসে গিয়েছে। আর এই বর্ষায় বাঙালির পাতে ইলিশ থাকবে না, তা কি হয়! কিন্তু এবারের বিষয়টি একেবারে আলাদা। বাজারে ইলিশ তো এসেছে, কিন্তু দাম এখনও চড়া। তাই চোখে দেখেই স্বাদ মেটাতে হচ্ছে ভোজন প্রিয় বাঙালিকে।
মূল্যবৃদ্ধির আঁচ শুধু সবজিতে নেই, তা আছে মাছের বাজারেও। আর তা প্রতিদিনই হারে হারে বুঝতে পারছে আমজনতা। রুই-কাতলার দাম যেরকম বেশি ঠিক তেমনই ইলিশ-ভেটকি কিংবা পমফ্রেটের দামও চড়া।
গত বছর পর্যন্তও এই সময় ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। আর এবছর সেই দাম বেড়ে হয়েছে ৭৫০ থেকে ৯০০ টাকা। অন্যদিকে, ৭৫০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিকোচ্ছে ১২০০ টাকা কিলো দরে। দেড় থেকে দুই কিলো ওজনের ইলিশও রয়েছে কিছু মাছ ব্যবসায়ীর কাছে। সেগুলির দাম ২৫০০ থেকে শুরু করে ৩০০০ পর্যন্ত।
মাছ বিক্রেতাদের দাবি, আগে যে পরিমাণ মাছ তারা আনতেন, এখন তার অর্ধেক আনছেন। কেননা মানুষ এত দাম দেখে কিনছেন না। ফলে মনে ইচ্ছে থাকলেও মূল্যবৃদ্ধির জেরে পাতে পড়ছে না বাঙালির প্রিয় ইলিশ।