নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৪শে অক্টোবর, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী সেলসিয়াস।
ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আট জেলায়। সকালে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আট জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
এ ক্ষেত্রে উল্লেখ্য, মধ্যরাত থেকেই স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ' দানা '। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি রয়েছে ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই 'ল্যান্ডফল' প্রক্রিয়া চলে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৯০ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০০৭.১ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৪.৮৩ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ২৪শে অক্টোবর বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস বুধবারবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।