হিমাচলের এই রূপ দেখেই আমরা অভ্যস্ত
কিন্তু বর্তমানে হিমাচল এরকমই ভয়ঙ্কর!
চারিদিকে জল যেন দানবের রূপ ধারণ করেছে
ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু...
ভেসে যাচ্ছে বাড়ি-গাড়ি, ভেঙে যাচ্ছে ব্রীজ!
অসহায় সিমলা-কুলু-মানালি...
কবে আবার পুনরায় দেখা মিলবে এই সৌন্দর্যের?
অপেক্ষায় রয়েছে আপামোড় পাহাড়-প্রেমী মানুষ