ভারী বৃষ্টির পূর্বাভাস, নামতে পারে ধস বলছে উত্তরবঙ্গের আবহাওয়া

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে নামতে পারে ধস, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
north bengal rain

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গেও চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিন।  

যা জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় করছেন স্থানীয়রা। এক্ষেত্রে দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কালিম্পং-এর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।