নিজস্ব সংবাদদাতা: মকর সংক্রান্তিতে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল তিলোত্তমা। পুর শীতের মরশুমে এটিই প্রথম ঘন কুয়াশার দাপট। দৃশ্যমান্যতার অভাব এতোটাই যে রাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে। এমনকি এক হাত দূরে থাকা গাছও ধোঁয়ায় ঢাকা পড়েছে। অবশ্য শুধু যে কুয়াশা তা কিন্তু নয়, এর সাথে তাল মিলিয়ে জাঁকিয়ে বসেছে ঠান্ডাও। এই মুহুর্তে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ১০ থেকে ১৫-র মধ্যে ওঠানামা করছে। আবার পশ্চিমের জেলাগুলিতে এক সংখ্যার ঘরেও পৌঁছছে তাপমাত্রা।
আজ কলকাতা আরও একটু শীতলতম। আজ তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে।