নিজস্ব সংবাদদাতা: ভোররাতে মেটিয়াব্রুজে কাপড়ের দোকানে লাগল ভয়াবহ আগুন। ভস্মীভূত সম্পূর্ণ দোকান। দমকলের পাঁচটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর চারটে নাগাদ আগুন লাগে।
যা জানা যাচ্ছে, বটতলা ডায়মন্ড এসি মার্কেটের দুটি দোকানে ওই আগুন লাগে। তবে সেই মার্কেটে রয়েছে প্রায় ৬০০টি দোকান। সব দোকানেই কাপড় মজুত রয়েছে। তারই দুটো দোকানে আগুন লাগে। আশেপাশের আরো তিন-চারটে দোকান সেই আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। গ্যাস কাটার দিয়ে দমকল ও কলকাতা পুলিশের ডিএমজির কর্মীরা শাটার কেটে প্যাসেজ তৈরি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা যাচ্ছে। তবে এখনও কিছু কিছু অংশে কালো ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। তাই ঘটনাস্থলেই রয়েছেন দমকলের কর্মীরা।