নিজস্ব সংবাদদাতা: গতকালই নরেন্দ্রপুর শিক্ষক নিগ্রহ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। আর আজই আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। আগাম জামিনের আবেদন করা হল জেলা জজের আদালতে।
যা জানা যাচ্ছে, আদালতে জামিনের আবেদন করেন তারই ছোট ভাই এবং আইনজীবী সৈয়দ আরিফ আহমেদ। আদালতে প্রধান শিক্ষকের আইনজীবী জানিয়েছেন, ওই স্কুলেরই একদল শিক্ষকের ষড়যন্ত্রের শিকার হয়েছেন প্রধান শিক্ষক। স্কুলের অডিট আটকানোর জন্য হামলা চালানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।
তিনি আরও জানিয়েছেন, ওই স্কুলেরই এক শিক্ষক, এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তিনি পলাতক রয়েছেন অনেকদিন। সাধারণ মানুষের ক্ষোভ তার উপরই ছিল। সাধারণ মানুষ ওই শিক্ষকের উপরে ক্ষুব্ধ হয়েই স্কুলে হামলা চালায়। সব পক্ষের বক্তব্য শোনার পরে রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারক। অর্ডার রিজার্ভ করা হয়েছে।