নিজস্ব সংবাদদাতাঃ কথায় বলে ভালোবাসার বা প্রেমের কোন বয়স হয় না। বয়স তো শুধুই দুই অঙ্কের সংখ্যামাত্র। আসল জীবনে এমন ঘটনা খুব কমই দেখা যায়। তবে এই ঘটনা এবার নিউ ইয়র্কের।
পাত্রের বয়স ১০০ এবং পাত্রীর বয়স ৯৬। অবাক হচ্ছেন ? এমনই অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে নিউ ইয়র্কবাসী হ্যারল্ড টেরেন্স এবং জেনি শার্লিনের প্রেম কাহিনীতে।
হ্যারল্ড পেশায় সৈনিক ছিলেন। চাকরিসূত্রে ইংল্যান্ডে থাকতেন। তবে ২০২১ সালে চাকরি থেকে পুরোপুরি অবসর নিয়ে নিজের বাড়ি ফিরে আসেন। মাস খানেকের মধ্যেই স্ত্রীর মৃত্যু হয়। তার দুই ছেলে কাজের সূত্রে ভিনদেশেই থাকেন। কার্যত স্ত্রীর মৃত্যুর পরে তিনি নিঃসঙ্গ হয়ে যান। সেই সময় তার জীবনে আসেন ৯৬ বছর বয়সী অবিবাহিতা জেনি। জেনি মনের মত সঙ্গীর অভাবে কখনো সংসারী হতে পারেননি।
হ্যারল্ডের সঙ্গে বন্ধুত্বের পরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে, জীবনের বাকি দিনগুলি তারা এক সঙ্গে কাটিয়ে দেবেন। সেইমতো শুরু হয় তাদের নতুন সংসার।