হাওয়াই এখন মৃত্যুপুরী, দেখুন ভয়ঙ্কর সেই ভিডিও -

দাবানলে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (81) (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ। যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই শুধু দেখা মিলছে ছাই, দ্বগ্ধ মৃতদেহ। দেহগুলির এমনই অবস্থা যে পরিচয় পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। সর্বস্ব হারিয়ে নতুন আস্তানার খোঁজ করছেন স্থানীয়রা। এমনই ভয়াবহ পরিস্থিতির ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গভর্নর জোশ গ্রিন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার, প্রথমে হাওয়াই দ্বীপের মাউই কাউন্টির লাহাইনা শহরে দাবানল ছড়িয়ে পড়ে। শহরের নিকটবর্তী পাহাড়ে প্রথমে আগুন লাগে। ঝোড়ো বাতাসের ধাক্কায় আগুন জ্বলে উঠেছিল বনাঞ্চলে। পরে তা ধীরে ধীরে গ্রাস করে গোটা দ্বীপপুঞ্জই।