নিজস্ব সংবাদদাতাঃ যমুনা নদীর জলের গুণমান খারাপ হওয়ার জন্য প্রতিবেশী রাজ্যগুলোকে দায়ী করা দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেছেন, "আমি মনে করি আপের দিল্লি সরকার মিথ্যা বলা এবং নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা অভ্যাসী। দিল্লি সরকার নিজেদের ছাড়া সবার মধ্যে ত্রুটি দেখতে অভ্যস্ত। হরিয়ানার দেওয়া জলের বিওডি (বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড) প্রতি লিটারে প্রায় ২-৩ মিলিগ্রাম। সিএলসি খালের মাধ্যমে দিল্লিতে সরবরাহ করা জলের বিওডি প্রায় শূন্য। কিন্তু দিল্লির জল থেকে ওখলা পর্যন্ত যমুনায় যে ২৮টি নোংরা জল ঢোকছে, তার জন্য দায়ী কে তা দিল্লি সরকারকে জানাতে হবে। যমুনা অ্যাকশন প্ল্যানের আওতায় কেন্দ্রের দেওয়া ৬০০০ কোটি টাকার মধ্যে ৩০০০ কোটি টাকা গত দু'বছরে দেওয়া হয়েছে বলে আপ সরকারের জানানো উচিত। সেই টাকা দিয়ে কী করলেন তাঁরা? আমি মনে করি অন্যকে দোষারোপ করা এবং সরকারী তহবিল দিয়ে 'শীশ মহল' তৈরি করা দিল্লির আপ সরকারের রীতি। তাদের অভিযোগের কোনো সত্যতা নেই। এর আগে আত্মসমীক্ষা করা উচিত।"