হাড়োয়া তৃণমূল নেতা খুনে গ্রেফতার ভাড়াটে খুনি

হাড়োয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় এবার গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত। বসিরহাট থেকে গ্রেফতার করা হল ভাড়াটে খুনিকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shoot out

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। আর এবার সেই ঘটনায় গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত। বসিরহাট থেকে গ্রেফতার করা হল ভাড়াটে খুনিকে।

জানা যাচ্ছে, ধৃত অমিত গায়েনের বাড়ি বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে মাদক মামলায় গ্রেফতার হয় অমিত। হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ সাহেব আলির খুনে মূল অভিযুক্তের সঙ্গে তার জেলেই আলাপ। দেড় মাস আগে জেল থেকে ছাড়া পায় অমিত। পুরনো পরিচয়ের সূত্র ধরেই তৃণমূল নেতাকে খুন করার সুপারি দেয় মূল অভিযুক্ত। পুলিশের দাবি, খুনের দিন সঙ্গে কয়েকজন থাকলেও গুলি চালিয়েছিল অমিতই। ভাড়াটে খুনি গ্রেফতার হলেও, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত এখনও অধরা।