নিজস্ব সংবাদদাতাঃ রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে কেন ছাঁটাই করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছে ভারতীয় ক্রিকেট মহল। রোহিত নাকি ট্রেডিংয়ে মুম্বই ছাড়তে পারেন, এই গুঞ্জন রোজ একটু একটু করে বাড়ছে। ঠিক এমন পরিস্থিতিতে এক খবরে নতুন করে ধাক্কা খেতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। যে হার্দিক পান্ডিয়াকে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরতে চাইছে অম্বানি পরিবার, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে তো? জানা গিয়েছে, ওয়ান ডে বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। এখনও রিহ্যাবে রয়েছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়া কোনও সিরিজেই খেলতে দেখা যায়নি তাঁকে। বলা হয়েছিল আইপিএল থেকেই নাকি পূর্ণ ছন্দে দেখা যাবে হার্দিককে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলবেন ভারতীয় জার্সিতে। কিন্তু আশঙ্কার নতুন খবর বলছে, আফগানদের বিরুদ্ধে হোম সিরিজ তো বটেই, হয়তো আইপিএলের শুরুর দিকে হার্দিককে নাও খেলতে দেখা যেতে পারে।
সূত্রে খবর, নতুন বছরের ১১-১৭ জানুয়ারি ভারত-আফগানিস্তানের ৩ ম্যাচের টি-টোয়োন্টি সিরিজ রয়েছে। তার মধ্যে হার্দিক পান্ডিয়া গোঁড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠবে না। ফলে ঘরের মাঠে হতে চলা আফগান সিরিজে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া।