নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলনে 'বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা' চালিয়েছে হামাস। হামাস বলেছে, তারা দক্ষিণ ইসরায়েলের আশকেলনে '১০০টি রকেট দিয়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা' চালিয়েছে।
ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের 'নিরাপদ বাড়িঘর লক্ষ্য করে' হামলার জবাবে উপকূলীয় শহরটিতে রকেট নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, 'রবিবার আশকেলনকে লক্ষ্য করে হামাসের রকেট হামলা সরাসরি আঘাত হেনেছে।রকেটের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। এই ঘটনায় আট বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'