চুলে খুশকির সমস্যা থাকলে

আপনার চুলে খুশকির সমস্যা থাকলে মাথায় তেল না দেওয়াই ভাল। ছত্রাকের সংক্রমণে খুশকি হয় মাথায়। তেল দিলে ছত্রাকগুলি পুষ্টি পায়, আর তাতেই হয় আরো সমস্যা। তাই খুশকি থাকলে তেল এড়িয়ে চলাই ভাল। এ ক্ষেত্রে মাথায় লেবুর রস ঘষে দেখতে পারেন, খুশকির সমস্যার দাওয়াই হতে পারে লেবু।

মাথার ত্বক তৈলাক্ত হলে

আপনার মাথার ত্বক কি খুব তৈলাক্ত? তৈলাক্ত ত্বকে ধুলো-বালি-ময়লা জমে বেশি করে। যাঁদের এমন সমস্যা আছে, তাঁদের বেশি তেল না মাখাই ভাল, নইলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে।

ব্রণ থাকলে

হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে মুখভর্তি ব্রণ হয় কারুর কারুর। দূষণের জেরে কিংবা অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে ব্রণর প্রবণতা বাড়ে। অনেকের আবার কপালে ব্রণ হয়। এতে তেল মাথায় না লাগানোই ভাল। তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বাড়ে।