নিজস্ব সংবাদদাতা: আজ ফের আদালতে নজর কাড়বে জ্ঞানবাপী মামলা। আজ বারাণসী জেলা আদালতে হিন্দু পক্ষের আবেদনের শুনানি হবে।
হিন্দু পক্ষের তরফ থেকে এএসআই জরিপের সময় সংগৃহীত প্রমাণ সংরক্ষণের জন্য একটি প্রমাণ কক্ষের দাবি করেছে। মূলত, জ্ঞানবাপীর প্রাঙ্গণ সংরক্ষণ করতে এবং জরিপ পরিচালনার জন্য এএসআই দ্বারা ব্যবহৃত মেশিন এবং সরঞ্জাম ব্যবহারের বিষয়ে মুসলিম পক্ষের আপত্তি রয়েছে। সেই আপত্তির দরুণই আজ আদালতে যাচ্ছে হিন্দু পক্ষ।
এই বিষয়ে এদিন হিন্দু পক্ষের আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী জানিয়েছেন, “আজকের শুনানিতে আমাদের মূল বক্তব্য হল যে প্রথমত, জরিপ চলাকালীন ASI দ্বারা সংগ্রহ করা প্রমাণগুলি একটি প্রমাণ কক্ষে রাখা উচিত। দ্বিতীয়ত, বাদী ১ প্রাঙ্গণ সংরক্ষণ করতে বলেছেন, সেখানেও শুনানি হবে। তৃতীয়ত, মুসলিম পক্ষ ধ্বংসাবশেষ নিয়ে বিভিন্ন আপত্তি তুলেছে। সেখানে ASI একটি হলফনামা দিয়ে জানিয়েছে জরিপে কোনো ক্ষতি হবে না মসজিদের। তাতেও তারা জরিপে বাধা সৃষ্টি করছে। তাই পুনরায় তাঁদেরকে অনুরোধ করা হবে জরিপ করার বিষয়টি। এরকমই একাধিক বিষয় নিয়ে ফের আদালতের দ্বারস্থ হচ্ছে হিন্দু পক্ষ।