নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৭ কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের পর থেকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের অঞ্চলগুলোতে নিরাপত্তার অবনতি হয়েছে। পাকিস্তানি তালেবানের (টিটিপি) ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, বেশিরভাগই পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে।
জেলার ডেপুটি পুলিশ সুপার মুহাম্মদ আদনান বলেন, 'কাস্টমস কর্মকর্তারা চেকিংয়ের জন্য উপস্থিত ছিলেন। অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালালে দুজন আহত হয় এবং ব্যস্ত মহাসড়কের ওই এলাকা ঘিরে ফেলা হয়।"