নিজস্ব সংবাদদাতাঃ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের হামলায় ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমাতি বলেন, "তেহরান থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাস্ক শহরে রাত ২টার হামলায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সৈন্যরা নিহত হয়েছেন।"
তিনি আরও বলেন, 'পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে।'