রাজ্যে অরাজকতা! বন্দুকধারী, অপহৃত ১২ জন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জামফারা ও বোর্নো রাজ্যে বন্দুকধারীরা ১২ জনকে অপহরণ করেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দুটি পৃথক ঘটনায় অন্তত ১২ জনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। প্রথম ঘটনায় শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা চারজনকে অপহরণ করে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের নাসারাওয়া-বুরকুলু সম্প্রদায়ের গ্রাম প্রধানকে আটক করা হয়েছে বলে শনিবার স্থানীয় কর্মকর্তা মুহাম্মদ বুকুয়ুম জানিয়েছেন।

বুকুয়ুম বলেন, 'তিনজন স্থানীয় কৃষককে অপহরণ করা হয়েছে এবং হামলাকারীরা মুক্তিপণ দাবি করেছে।'

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাইওয়া গ্রামে শনিবার বোকো হারাম জঙ্গিরা আট জন কৃষককে অপহরণ করেছে।