নিজস্ব সংবাদদাতাঃ গিনি-বিসাউয়ের রাজধানীতে রাতভর গোলাগুলির পর সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।গোলাগুলির পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। মধ্যরাতের পর রাজধানীর উপকণ্ঠে আন্তুলা এলাকায় প্রথম গুলির শব্দ শোনা যায়।
শুক্রবার সকালে সামরিক যানবাহন রাস্তায় ছিল এবং বাসিন্দারা কর্মস্থল এবং স্কুলে যাতায়াত করেছিল। সকালেও গোলাগুলির শব্দ শোনা যায় তবে রাতের তুলনায় কম ঘন ঘন ছিল।
১৯৭৪ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভের পর থেকে গিনি বিসাউতে কমপক্ষে ১০টি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। সেনেগালের দক্ষিণে পশ্চিম আফ্রিকার দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মাত্র একজন প্রেসিডেন্ট মেয়াদ পূর্ণ করেছেন।