নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে দেন মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তাকে গাড়িবহরে তুলে নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, "সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। আমরা সুরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।"