নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে রুশ বাহিনী গাইডেড বোমা দিয়ে হামলা চালায়, এতে একজন নিহত হয়, আটজন আহত হয় এবং ভবন ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের কাছে বোমাটি আঘাত হানলে আগুন ধরে যায়। আহতদের মধ্যে আট মাস বয়সী একটি শিশুসহ নিহতের সংখ্যা ১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ জানিয়েছেন, একটি পোস্ট অফিসে আগুন লেগেছে। জরুরি বিভাগের কর্মীরা ওই এলাকা পরীক্ষা করে দেখছেন।