নিজস্ব সংবাদদাতা: এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি? জিটিএ-র বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ দার্জিলিঙের বিজেপি সাংসদের। তদন্তের আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টর ও রাজ্যপালকে চিঠি পাঠিয়েছেন রাজু বিস্তা। জিটিএ-র বিরুদ্ধে ভুয়ো টেট নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
রাজু বিস্তা দাবি করেছেন, ‘জিটিএ-র ভুয়ো টেটের জন্য পাহাড় ও ডুয়ার্সের ১৪ হাজার মানুষ ফর্ম ফিলাপও করেছিলেন। টেট নেওয়ার অধিকার নেই জিটিএ-র, আরটিআইয়ের উত্তরে জানিয়েছে রাজ্য সরকার’। অথচ এরপরই ‘বিধানসভা নির্বাচনের আগে ভোট কিনতে ভুয়ো টেটের জন্য ভার্চুয়াল ইন্টারভিউও নেওয়া হয়েছিল’, বলে এদিন অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। শিক্ষামন্ত্রীর কাছেও তদন্তের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাজু বিস্ত।