মুখে হাসি ফুটল পড়ুয়াদের-পুজোর আগেই হাতে নতুন ফোন! বড় ঘোষণা মমতা সরকারের

পুজোর আগেই পড়ুয়াদের ১০ হাজার টাকার উপহার দেবে রাজ্য সরকার।

author-image
Aniruddha Chakraborty
New Update
JEYU

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয়াতেই বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গা পুজোর মধ্যেই মিলবে ট্যাবের টাকা। আজ, শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ঢুকবে।

নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে।

সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে।

রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে সরকার। প্রথমে কেবল দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে একাদশ শ্রেণির পড়ুয়াদেরও অন্তর্গত করা হয়। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায়।