নিজস্ব সংবাদদাতা: আগেই রাজ্যপাল বলেছিলেন ভাঙড়ে পরিদর্শনে যাবেন। খতিয়ে দেখবেন ঘটনাস্থল। সেই মত পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। অথচ সেখানে স্বশরীরে উপস্থিত নেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
শুনতে অবাক লাগলেও, বাস্তবিকে সেখানে সত্যিই কেউ নেই। রয়েছেন শুধুই ভাঙড়ের কনস্টেবল ও পুলিশ অফিসার। না উপস্থিত আছেন বারুইপুরের এসপি পুষ্পা আর না উপস্থিত আছেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কি করে এমন পরিস্থিতিতে উচ্চপদস্থরা রইলেন না তা নিয়েই জোর চর্চা চলছে। অবশ্য এই বিষয়ে রাজ্যপালের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।