‘আমি ‘পর্যটক’, মানুষের অবস্থা দেখতে এসেছি’: রাজ্যপাল

বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শ্বেতিঝোরায় ক্ষতিগ্রস্থ রাস্তা হেঁটেই পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (86)(1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বাগডোগরা থেকে সরাসরি দার্জিলিং-এর শ্বেতিঝোরায় চলে যান রাজ্যপাল। যা জানা যাচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকায়। রাস্তার একদিক সম্পূর্ণ ধ্বসে গিয়ে তিস্তায় চলে গিয়েছে। ফলে এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ। এদিন কার্যত এই রাস্তা হেঁটেই পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয়দের সাথে কথাও বলেন তিনি।

তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জন্যে দুঃখপ্রকাশ করেন রাজ্যপাল। বলেন, ‘উন্নয়নের জেরে প্রকৃতি ধ্বংস হচ্ছে। অসহায় মানুষ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে’।

 

এরপরই পার্থ ভৌমিকের করা ‘পর্যাটক’ মন্তব্যের পালটা জবাব দেন রাজ্যপাল। বলেন, “আমি পর্যটক, মানুষের অবস্থা দেখতে এসেছি। আমি যাদেরকে অ্যাপয়েন্ট করেছি তারাও যদি আমার সঙ্গে পর্যটক হিসেবে থাকতেন! রাজ্যের মানুষদের অবস্থা দেখে থাকতে না পেরে দিল্লি থেকে এসেছি”।