বন্দে ভারতে বিভ্রাট, রাজ্যপাল গেলেন স্পেশাল ট্রেনেই

বন্দে ভারত ট্রেন বিকল হওয়ায় স্পেশাল ট্রেনে করেই যাত্রা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2023-08-25 082206.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মিজোরামের রেলের নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদার ২৪ জন শ্রমিকের। শোকস্তব্ধ একের পর এক গ্রাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে, তাঁদের পাশে দাঁড়াতে শুক্রবার ভোরেই কলকাতা থেকে যাত্রা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন সকালে তাঁর হাওড়া স্টেশন থেকে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করার কথা থাকলেও তাতে ছন্দে পতন ঘটে। আচমকাই ট্রেন বিকল হওয়ায় স্পেশাল ট্রেনে করেই যাত্রা করেন রাজ্যপাল। এদিন সকাল ১০টায় মালদায় পৌঁছানোর কথা ছিল তাঁর। তবে ট্রেন বিভ্রাটের জেরে তিনি কখন পৌঁছাবেন এখন সেটাই বড় প্রশ্ন।

অন্যদিকে, বন্দে ভারতের বদলে স্পেশাল ট্রেন হওয়ায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। রেলের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। তবে যাতে তাঁদের যাত্রার কোনও সমস্যা না হয়, তাই বন্দে ভারতের বদলে এদিন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় রেলের তরফে।