নিজস্ব সংবাদদাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। এবার আচার্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ১২ জন প্রাক্তন উপাচার্য। আইনি নোটিশ পাঠানো হল রাজভবনে, জানালেন প্রাক্তন উপাচার্যরা।
যা জানা যাচ্ছে, ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রাজ্যপালকে। আচার্য ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। প্রাক্তন উপাচার্যদের সম্পর্কে তিনটি অভিযোগ তোলেন আচার্য। রাজ্যপালের বক্তব্য ছিল প্রাক্তন উপাচার্যরা দুর্নীতিগ্রস্ত, রাজনীতির খেলা খেলেন। প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগও তোলেন আচার্য। এই তিনটি কারণেই উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি করা যায়নি বলে ভিডিও বার্তায় জানান রাজ্যপাল। প্রাক্তন উপাচার্যদের দাবি এই অভিযোগ সর্বৈব মিথ্যা। তাই এবার আইনি পথে হাঁটলেন তারা।