গতকাল নিখোঁজ, আজ মিলল দেহ, চাঞ্চল্য গোপীবল্লভপুরে

নদী গর্ভে মেশিন দিয়ে বালি তোলার ফলে তৈরি হয় মরণ ফাঁদ। আর সেখানেই হারিয়ে যায় দুই কিশোর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-08-28 121744.png

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: গতকাল নিখোঁজ হওয়া দুই কিশোরের দেহ উদ্ধার হল আজ। অবশেষে সোমবার সকালে তাদের দেহ উদ্ধার হয় সুবর্ণরেখা নদী থেকে। অবৈধ বালি খাদানের শিকার দুই কিশোর বলে অভিযোগ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বাসিন্দা আকাশ ঘোড়াই (১৫) এবং প্রদীপ ঘোড়াই (১৪) দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।

শেষ তাদের দেখা গিয়েছিল নদীর ঘাটে। সেই মত বেলিয়াবেড়া থানা নদীঘাট ও তার পার্শ্ববর্তী অংশে তল্লাশি শুরু করে। কিন্তু নদী গর্ভে মেশিন দিয়ে বালি তোলার ফলে এত মরণ ফাঁদ অর্থাৎ গর্ত তৈরি হয়েছে যে ডুবুরিরাও ব্যার্থ হন। ফের আজ সকাল থেকে শুরু হয় অভিযান।

গ্রামবাসীর অভিযোগ বেআইনি বালিতোলার ফলে একাধিক গর্ত হয়ে গেছে নদীগর্ভে। নদীতে জল বাড়ায় সেগুলো ঘূর্ণিতে পরিণত হয়। স্নান করতে গিয়ে ঐ গর্তে আটকে যায় ওই দুই কিশোর। এর আগেও এরকম গর্তে একাধিক প্রাণহানি ঘটেছে। বার বার মেশিন দিয়ে বেআইনি ভাবে বালিতোলার অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী কিন্তু কোনো ব্যাবস্থা নেয়নি প্রশাসন। আর তারই জেরে আবারও বলি হল তরতাজা দুটো প্রাণ।

impact