নিজস্ব সংবাদদাতাঃ Google সম্প্রতি Play Store থেকে ১৭টি লোন অ্যাপ সরিয়ে দিয়েছে। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ক্ষতিকারক অ্যাপগুলির বিরুদ্ধে। অভিযোগ, প্লে স্টোরে থেকে এই লোন অ্যাপগুলি ব্যবহারকারীদের ডিভাইসে নজরদারি চালাচ্ছিল। দিনের পর দিন ধরে ব্যবহারকারীদের স্পর্শকাতর নানাবিধ তথ্যও সংগ্রহ করেছিল অ্যাপগুলি। গুগল সরিয়ে দিলেও আপনার ফোনে থেকে গেলে এখনও প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েই যায়। তাই এই ১৭টি অ্যাপের নাম জেনে নিন এবং আপনার ফোনে থাকলে তড়িঘড়ি সেগুলিকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন।
১) AA Kredit
২) Amor Cash
৩) GuayabaCash
৪) EasyCredit
৫) Cashwow
৬) CrediBus
৭) FlashLoan
৮) PréstamosCrédito
৯) Préstamos De Crédito-YumiCash
১০) Go Crédito
১১) Instantáneo Préstamo
1১২) Cartera grande
১৩) Rápido Crédito
১৪) Finupp Lending
১৫) 4S Cash
১৬) TrueNaira
১৭) EasyCash
এদিকে আবার খুব সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক 100টিরও বেশি ওয়েবসাইট তথা URL ব্লক করার পরামর্শ দেয়, যেগুলি বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে বেশির ভাগ ওয়েবসাইট থেকেই বেআইনি বিনিয়োগ এবং ভুয়ো পার্ট-টাইম কাজের অফার দেওয়া হত। ব্লক করা ওয়েবসাইটগুলি বিদেশ থেকে অপারেট করা হত বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
ইন্ডিয়ান সাইবার কোঅর্ডিনেশন সেন্টার (14C)হল, কেন্দ্রের ভার্টিকল ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU), তারাই এই ভুয়ো ওয়েবসাইটগুলি সর্বপ্রথম পর্যবেক্ষণ করে। তার ভিত্তিতেই গত সপ্তাহে URLগুলি ব্লক করার পরামর্শ দেয়। 2000 সালের ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রের আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রকের তরফে ওয়েবসাইটগুলি ব্লক করা হয়েছে।