কৃৃষকদের জন্য সুখবর ! বড় ঘোষণা করল কেন্দ্র সরকার

খুশির খবর আনলো কেন্দ্র সরকার।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ খুশির খবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত জানা গিয়েছে যে, কৃষকদের সুবিধার জন্য এবার ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হয়েছে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে। সুতরাং, প্রতি কুইন্টালে ২৩০০ টাকা উপার্জন করবেন কৃষকরা।

Budget 2022: Will The Government Take Measures To Boost Farmers' Income And  Agricultural Sustainability?

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ধান, জোয়ার, বাজরা, মিলেট, ভুট্টা, অরহর, সূর্যমুখী ও কাঠবাদাম, তুর ডালেরও ন্য়ূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। এই ঘোষণার পরে কৃষকদের আয়ের মাত্রাও অনেক পরিমাণে বেড়ে যাবে। 

Maharashtra sends farmers abroad to learn innovative techniques

Add 1