আবারও শীর্ষে সোনার ছেলে নীরজ

ভারতের সোনার ছেলে বিশ্বের দরবারে আরেকবার ভারতের মান বাড়ালো । ভারতে সোনার ছেলে নীরজ ।নীরজ চোপড়াকে সংবর্ধনা দিল রজার ফেডেরারের দেশের একটি সরকারি দফতর। বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় অ্যাথলিটকে ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাস্যাডর’ করেছে সে দেশের পর্যটন দফতর।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-05 at 16.04.38.jpeg

 নিজস্ব সংবাদদাতা: সুইজারল্যান্ডে আছেন নীরজ চোপড়া। তিনি সেখানে একটি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবেন।তাছাড়া নীরজ সুইজারল্যান্ড গিয়েছেন জুরিখ ডায়মন্ড লিগে অংশগ্রহণের জন্য। এই প্রতিযোগিতায় রুপো পেয়েছেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ডের পর্যটন সংস্থা।নীরজ চোপড়াকে সংবর্ধনা দিল রজার ফেডেরারের দেশের একটি সরকারি দফতর। বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় অ্যাথলিটকে ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাস্যাডর’ করেছে সে দেশের পর্যটন দফতর। ভারতে নীরজ তাদের হয়ে প্রচার করবেন।নীরজকে ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাস্যাডর’ বা বন্ধু দূত হিসাবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সুইজারল্যান্ডের পর্যটন সংস্থা। অন্যতম কর্তা পাসকেল প্রিঞ্জ বলেছেন, ‘‘আমরা নীরজের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। নীরজ ওর প্রজন্মের কাছেও অনুপ্রেরণা। ভারতের নীরজ-ই আমাদের দূত। আশা করব আগামী দিনেও একই রকম সাফল্য পাবে নীরজ।  নীরজ চোপড়া ২০১৮ কমনওয়েলথ গেমস এবং ২০১৮ এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন , পরবর্তীতে পতাকাবাহী হিসাবে কাজ করেছিলেন এবং উভয়েই স্বর্ণপদক জিতেছিলেন। ২০২১ সাল পর্যন্ত , তিনি একজন স্বতন্ত্র অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। স্বতন্ত্র ইভেন্টে সর্বকনিষ্ঠ ভারতীয় অলিম্পিক স্বর্ণপদক জয়ী এবং একমাত্র ব্যক্তি যিনি তার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। আত্মপ্রকাশ  ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার রৌপ্য পদক তাকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে দ্বিতীয় ভারতীয় করে তোলে ।  পরবর্তীতে তিনি ২০২৩  সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন ।