নিজস্ব সংবাদদাতা: হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে আষাঢ়ী একাদশী বলা হয়। এই একাদশী তিথি আবার দেবশয়নী একাদশী, হরিশয়নী একাদশী, পদ্মনাভা একাদশী নামেও পরিচিত।
এই সম্পর্কে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "পান্ডারপুরে যেভাবে আষাঢ়ী একাদশী পালিত হয়, গোয়াতেও সেভাবেই পালন করা হয়।
আমি গোয়াবাসীকে এবং দেশবাসীকে এই দিনে শুভেচ্ছা জানাই।"