নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েক বছর ধরে পৃথিবীতে বেড়েই চলেছে ' গ্লোবাল ওয়ার্মিং ' অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। যার ফলে ক্রমশ হিমবাহ গলে পড়ছে। হিমবাহ গলে পড়াতে হিমশৈলের চূড়ার আয়তনও ধীরে ধীরে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, এভাবে হিমবাহ গলতে শুরু করলে খুব শীঘ্রই পৃথিবীর আয়ু ফুরিয়ে আসতে পারে। পৃথিবী খুব তাড়াতাড়ি জলের নিচে তলিয়ে যাবে।
/anm-bengali/media/post_attachments/f271906907e477889407056207ac74bf023c7a8fc49d9d45dd139f650d9bd41d.jpg?c=original)
পরিবেশ বিজ্ঞানীরা এক গবেষণা করে জানিয়েছেন যে, ইন্দোনেশিয়া, মেক্সিকো, স্লোগানিয়া, পাপুয়া নিউ গিনি প্রভৃতি দেশগুলোতে হিমবাহ ক্রমশ গলে পড়ছে। তারা আরও জানিয়েছেন যে, পৃথিবীর সব হিমবাহ যদি এভাবে গলতে শুরু করে তাহলে খুব শীঘ্রই পৃথিবীর জলের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাবে। তাদের মতে, যদি এই হিমবাহগুলি গলে যায়, তবে সেই জলগুলি হ্রদের সঙ্গে এসে মিশবে। যার ফলে হ্রদের পাড় ভেঙে যাবে। সমুদ্রপৃষ্ঠে অতিরিক্ত জল বৃদ্ধির ফলে গোটা পৃথিবী প্লাবিত হতে পারে। এর ফলে ব্যাহত হবে জনজীবন। কেননা তখন পানীয় জলের পরিবর্তে চারদিকে শুধু নোনা জলের আধিক্য দেখা যাবে।
/anm-bengali/media/post_attachments/75bc631c367ddf2c5ea0b2ccc777c467e1b3cb4379ace440370436c6029c3108.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)