নিজস্ব সংবাদদাতা: সাত সকালেই ভয়াবহ পথদুর্ঘটনা। পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আশঙ্কাজনক এক ট্রাক ড্রাইভার।
যা জানা যাচ্ছে, সাতসকালে এমনই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার মনসাতলা চাতাল এলাকায়। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ট্রাক চালক। জানা যায় দুটি পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় রাজ্যসড়কে। দুর্ঘটনার পরেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষজন।
স্থানীয় বাসিন্দাদের দাবি এই রাজ্য সড়কের ওপর প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কারণ রাজ্য সড়কের উপর কোথাও স্পিড ব্রেকার নেই। আজ দ্রুত বেগে দুটি লরি যাতায়াতের জেরেই এই দুর্ঘটনা বলে দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগ,একাধিকবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি আজ আবার এই ঘটনা ঘটল। তাই রাজ্য সড়ক অবরোধ করে স্পিড ব্রেকার বসানোর দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পুলিশ আহত এক গাড়ি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে হাসপাতালে। অপর গাড়ির চালক পলাতক। জানা যায় আহত ওই গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।