নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার হামাসের ভয়াবহ হামলার পর গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,৯০০ মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬১৪ জন শিশু ও ৩৭০ জন নারী রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আরও ৭ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন।