সফল উৎক্ষেপণ

শনিবার সকাল ১০টায় উৎক্ষেপণ হয় গগনযান টিভি-ডি১ রকেট-এর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (64)(1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে অবশেষে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হল। শনিবার সকাল ১০টায় উৎক্ষেপণ হয় গগনযান টিভি-ডি১ রকেট-এর। সফল উৎক্ষেপণের পরে বঙ্গোপসাগরে নামে গগনযান।

এদিন প্রথমে সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা থাকলেও তা হয়নি। মাত্র ৫ সেকেন্ডে বাকি থাকতে শেষ মুহুর্তে বন্ধ করে দেওয়া হয় কাউন্টডাউন। উৎক্ষেপণের সময় সওয়া এক ঘন্টা পিছিয়ে দেয় ইসরো। তারপর বেলা ১০টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয় গগনযানের টেস্ট ভেহিকল ফ্লাইটের।

 

আগামী দিনে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরো-র। তার আগে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ, যাতে আগামী দিনে কোনও দুর্ঘটনার হাত থেকে মহাকাশচারীদের বাঁচাতে ক্রু এসকেপ সিস্টেম ব্যবহার করা যায়, এদিন তারই পরীক্ষা হল। পরীক্ষামূলক ফ্লাইটে মাটি থেকে ১৭ কিলোমিটার উচ্চতায় মূল যান থেকে আলাদা হয়ে যায় ক্রু-মডিউল। তারপর সোজা বঙ্গোপসাগরে নামিয়ে আনা হয় তাকে।

 

 

 

hiren