নিজস্ব সংবাদদাতা: ত্রুটির সমাপ্তি ঘটেছে। সকাল সাড়ে ৮টার বদলে সকাল ১০টায় হবে সফল উৎক্ষেপণ। এদিন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও উৎক্ষেপণ না হওয়ায় চিন্তা বেড়েছিল সকলের। ইসরো প্রধান জানিয়েছিলেন কিছু ত্রুটি দেখা গিয়েছে গগনযানে। তাই আজ উৎক্ষেপণ স্থগিত করা হচ্ছে। তবে তার কিছু সময় পরেই, ফের একটা টুইট করা হয় ইসরোর পক্ষ থেকে। জানানো হয়, উৎক্ষেপণ আজই হবে। যে ত্রুটি ছিল তা খুঁজে পাওয়া গিয়েছে এবং সমাধানও করা হয়েছে। তাই আরও কোনও অসুবিধা নেই। আপাতত, সকাল ১০টায় হবে সফল উৎক্ষেপণ।